আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ৪ বছর পর শ্রীলঙ্কা দলে মাহরুফ

৪ বছর পর শ্রীলঙ্কা দলে মাহরুফ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৬:২৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


parvej_maharufকাগজ অনলাইন ডেস্ক: ২০১২ এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন পারভেজ মাহরুফ। এরপর আর আন্তর্জাতিক ম্যাচে খেলা হয়নি তার। অবশেষে চার বছর পর আবার জাতীয় দলে ফিরলেন এই অলরাউন্ডার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন তিনি।

মাহরুফের সঙ্গে ইংল্যান্ডে শ্রীলঙ্কার বর্তমান দলের সঙ্গে যোগ দিতে উড়াল দেবেন আরো চারজন- অলরাউন্ডার ধানুস্কা গুনাথিলাকা, লেগ স্পিনার সেকুগে প্রসন্ন, অফ স্পিনার সুরাজ রানদিভ ও ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।

ওয়ানডে দলে নেই স্পিনার রঙ্গনা হেরাথ, পেসার ধাম্মিকা প্রসাদ ও দুসমান্থা চামিরা। হেরাথ গত এপ্রিলে সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। চোটের কারণে ছিটকে পড়েছেন প্রসাদ ও চামিরা।

২০১৫-১৬ মৌসুমে শ্রীলঙ্কার লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মাহরুফ। ৫ ম্যাচে নেন ১৬ উইকেট। ব্যাট হাতে ৭৭ রানও করেন। এর পুরস্কার হিসেবেই চার বছর পর আবার জাতীয় দলে ডাক পেলেন ৩১ বছর বয়সি এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার হয়ে ১০৪ ওয়ানডে খেলে ১৩৩ উইকেট নিয়েছেন মাহরুফ।

ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার শুরু তৃতীয় টেস্টের পর আগামী ১৬ ও ১৮ জুন ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। এরপর তারা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচটি ওয়ানডে, যেটি শুরু ২১ জুন।