আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ৪ সন্তানের জন্ম দিলেন জামালপুরে দুলেনা

৪ সন্তানের জন্ম দিলেন জামালপুরে দুলেনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৩ , ৩:৪২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


জামালপুর প্রতিনিধি : জামালপুরে একইসঙ্গে আরও চারটি সন্তানের জন্ম দিয়েছেন দুলেনা নামে এক গৃহবধূ। এ নিয়ে জেলা দুই নারী একদিনে ৮টি সন্তানের জন্ম দিয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে দুলেনার কোল জুড়ে আসে চার সন্তান। এদের মধ্যে তিন মেয়ে সন্তান স্বাভাবিক থাকলেও মারা যায় ছেলে সন্তানটি। দুলেনা জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর মধ্যপাড়া গ্রামের কৃষক সাজু মিয়ার স্ত্রী। সাজু-দুলেনা দম্পতি আগের পাঁচটিসহ মোট ৮ সন্তানের পিতা হতে পেরে আনন্দে আত্মহারা। এ খুশিতে সাজু মিয়া বলেন, আমার আরও পাঁচটি সন্তান আছে। আজ আরও তিনটি সন্তানের জন্ম হলো। মোট আট সন্তানের বাবা হলাম। এ আনন্দ বলে বোঝাতে পারবো না। জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শিউলি খানম বলেন, আমি ১০ বছর ধরে প্রসূতি ওয়ার্ডে দায়িত্ব পালন করছি। এর আগে কখনো একইদিনে দুই নারীর আট সন্তান প্রসবের ঘটনা দেখিনি। বিষয়টি সত্যিই আশ্চর্যজনক। হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক প্রসন দেবনাথ বলেন, একইদিনে দুই নারীর আট শিশু জন্মের ঘটনা জেলায় বিরল। তবে নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করায় শিশুদের ওজন কম, এতে কিছুটা ঝুঁকিতে রয়েছে তারা। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জামালপুর এপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একইসঙ্গে চার মেয়ের জন্ম দেন আঞ্জুয়ারা বেগম (২১) নামে এক গৃহবধূ। আঞ্জুয়ারা সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের কাঠমিস্ত্রি আতাউর রহমান বাবুর স্ত্রী।