আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ৪৮ হাজার শ্রমিক পায়নি মার্চের বেতন

৪৮ হাজার শ্রমিক পায়নি মার্চের বেতন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২০ , ৫:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : দেশে ৯২ গার্মেন্টস কারখানায় ৪৮ হাজার ২০০ শ্রমিক মার্চের বেতন পায়নি বলে জানিয়েছেন বিজিএমইএ। বুধবার এ তথ্য নিশ্চিত করে সংগঠনটি। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সদস্যভুক্ত সর্বমোট ২,২৭৪ শিল্প-কারখানার রয়েছে। গত মার্চ মাসে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে ২,১৮২টি প্রতিষ্ঠান। বাকি কারখানার বেতন বোনাস প্রক্রিয়াধীন রয়েছে। বিজিএমইএ থেকে জানানো হয়েছে, বিজিএমইএর কারখানায় কর্মরত ২৪,৭২,৪১৭ শ্রমিকের মধ্যে বুধবার পর্যন্ত ২৪,২৪,২১৭ জন মার্চ মাসের বেতন পেয়েছেন। সংগঠনটি জানিয়েছে, বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠানের মধ্যে ৯৮ দশমিক ০৫ শতাংশ কারখানার শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধ করা হয়েছে। বাকি ১ দশমিক ৯৫ শতাংশ কারখানার বেতন পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা মেট্রোর ২০, গাজীপুরের ২৮, সাভারের ৯, নারায়ানগঞ্জের ৯, চট্টগ্রামের ২৩ এবং অন্যান্য এলাকার আরো ৩ কাখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন বোনাস পরিশোধ করা হয়নি বলে জানিছে বিজিএমইএ।