আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ৫ টাকা দিয়ে কুপন কিনলেই মিলবে চাল, ডালসহ ৮টি পণ্য

৫ টাকা দিয়ে কুপন কিনলেই মিলবে চাল, ডালসহ ৮টি পণ্য


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২০ , ৯:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঝালকাঠি প্রতিনিধি : পাঁচ টাকা দিয়ে একটি কুপন কিনলেই পাওয়া যাবে চাল, ডাল, আলুসহ আটটি নিত্যপণ্য। তবে তা সামর্থ্যবানদের জন্য নয়, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। ঝালকাঠির কৃষ্ণকাঠি বাস টার্মিনাল এলাকার ‘স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠন গত শুক্রবার (৩ এপ্রিল) থেকে এ কর্মসূচি চালু করেছে। শুরুতে ১০০ পরিবার পাঁচ টাকা দিয়ে কুপন কিনে পাবেন পাঁচ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি ডাল, একটি মাস্ক, একটি সাবান ও এক প্যাকেট লবণ। খাদ্য সামগ্রীর প্রয়োজন রয়েছে অথচ সামাজিক কারণে রাস্তায় নামতে পারছেন না এমন ব্যক্তিরা মোবাইলে কল করলেও পৌঁছে দেয়া হবে এসব খাদ্য সামগ্রী। বিনিময়ে তাকে দিতে হবে মাত্র পাঁচ টাকা। অসহায় মানুষ গর্বের সঙ্গে পণ্যগুলো নিতে পারবেন। পাঁচ টাকা দিয়ে পণ্য কেনায় কেউ ভাববে না যে দান গ্রহণ করছে কিংবা অনুগ্রহ নিয়েছে- এমনটাই ধারণা আয়োজকদের।শহরের কৃষ্ণকাঠিতে স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে গিয়েও এসব পণ্য সংগ্রহ করা যাবে।