আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ৫ দফা দাবিতে বিজিএমইএ’তে স্মারকলিপি

৫ দফা দাবিতে বিজিএমইএ’তে স্মারকলিপি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


bgmeaঅনলাইন ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে গার্মেন্টস কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

বুধবার (০১ জুন) রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ’র কার্যালয়ে এ স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় সংগঠনটির সমন্বয়ক ও গার্মেন্টস ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু জানান, তাদের দাবি মানা না হলে অচিরেই কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- শ্রমিকদের ন্যূনতম বেতন ১০ হাজার নির্ধারণ, ভাতাসহ ১৬ হাজার টাকা প্রদান, শ্রমিক ট্রেড ইউনিয়ন করার সুবিধা দান,
নারীদের প্রসূতি ভাতা, পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা ও যত্রতত্র শ্রমিক ছাটাই বন্ধ করা।