আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ৫ মাসে এক কোটিরও বেশি আয় রাজ কুন্দ্রার!

৫ মাসে এক কোটিরও বেশি আয় রাজ কুন্দ্রার!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২১ , ১২:৪১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : পর্ন কাণ্ডে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বোম্বে হাইকোর্টে রাজের আইনজীবী তার জন্য সাময়িক জরুরি জামিনের আবেদন জানালেও সেটি খারিজ করে দিয়েছে আদালত। এরই মধ্যে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা আদালতকে জানিয়েছে, রাজ ও তার সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে অ্যাপ ‘হটশটস’-এর আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। ২০২০-র আগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসা বাবদ অন্তত ১ কোটি ১৭ লক্ষ টাকা আয় হয়েছে রাজের।

এই কাণ্ডে প্রথম চার্জশিট জমা করেছে মুম্বাই পুলিশ। যেখানে রাজের অপর একটি অ্যাপ ‘বলিফেম মিডিয়া লিমিটেড’-এর সমস্ত আর্থিক লেনদেনের উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কত আয় হতে পারে, তার একটা পরিকল্পনা করা হয়েছিল। ২০২৩-২৪ সালের মধ্যে ১৪৬ কোটি টাকা আয় এবং ৩৪ কোটি টাকা লাভের পরিকল্পনা ছিল রাজ ও তাঁর সহকারীদের। ২০২১-২২ সালে ৩৬ কোটির বেশি এবং ২০২২-২৩ ৭৩ কোটির বেশি টাকা আয়ের আশা করেছিল রাজের সংস্থা।