আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ৭১-এ পা দিলেন শাবানা আজমি

৭১-এ পা দিলেন শাবানা আজমি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২১ , ২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : শনিবারই ৭১-এ পা দিলেন শাবানা আজমি। জন্মদিন নিয়ে ছোট থেকেই বিশেষ কোনও উচ্ছ্বাস তার নেই। তবে স্বামী জাভেদ আখতার জন্মদিন পালন করতে খুব পছন্দ করেন। গত বছর করোনা সংক্রমণের জেরে শাবানার জন্মদিনে বিশেষ কোনও উদযাপন হয়নি, এ বছরটাও শ্যুটিং ফ্লোরেই কাটাবেন বলে ঠিক করেছিলেন অভিনেত্রী। জাভেদ আখতারের অনুরোধে শেষ পর্যন্ত পারিবারিক জমায়েতে রাজি হয়েছেন শাবানা। হায়দরাবাদের মুসলিম পরিবারে ১৯৫০ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন শাবানা আজমি। ৭০ দশকে অন্য ধারার অভিনয়ে বলিউডে জায়গা করে নিয়েছিলেন তিনি।
১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবি দিয়েই বলিউডের যাত্রা শুরু হয় অভিনেত্রীর। এই ছবিতে চাকরানির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রথম ছবিতেই বেস্ট অভিনেত্রীর ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। এখনও তিনি নিজের অভিনয় দক্ষতায় জয় করে চলেছেন সকলের মন।পাঁচ বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। গীতিকার জাভেদ আখতারকে ভালবেসে বিয়ে করেন অভিনেত্রী।