৮ গানের পারিশ্রমিক আট হাজার, সংগীত পরিচালকের ক্ষোভ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২১ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : সুরকার-সংগীত পরিচালক পার্থ মজুমদার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পারিশ্রমিক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জানা গেছে, সম্প্রতি তিনি বিটিভির হয়ে ৮টি গানে কাজ করেছেন। তবে এর পারিশ্রমিক নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের মূল্যায়নে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কারণ, ৮টি গানের সুর, একদিন সংগীত পরিচালনা ও রিহার্সেলের জন্য তার পারিশ্রমিক ধরা হয়েছে ৮ হাজার ১৭২ টাকা!
বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পার্থ মজুমদার লিখেছেন, ‘বিটিভিতে সংগীত পরিচালক হিসেবে আমার প্রথম কাজের পারিশ্রমিক বাবদ ৮,১৭২ টাকা বুঝিয়া পাইলাম। ৮টি মৌলিক গানের সুর, একদিন মহড়া ও একদিন সংগীত পরিচালনার কাজে নিয়জিত ছিলাম। এই হলো তার পারিশ্রমিক। বলিতে ইচ্ছা পোষণ করিতেছি, আমি ১০,০০০ টাকা দিতে রাজি আছি, আমার সুরগুলো ফেরত দেওয়া হোক।’
তিনি আরও জানান, ‘দয়া করিয়া কোনোদিন আমাকে আর ডাকিবেন না। যে দেশে সুকর্মের মূল্য নাই, সে দেশের উন্নতি হতে পারে না। বিদায়। ইহা আমার অভিমান, হয়তো ইহা আপনাদের নিয়ম, কিছুই করার নাই, এই দৈন্যদশাই আমাদের উপরে উঠার পথে অন্তরায়! তবে যতদূর জানি সরকার সব ধরনের সহযোগিতা করে থাকেন, তবে এ দশা কেন?